নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হওয়ার ঘটনায় ট্রাক চালক ও তার হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই ট্রাকচালকের নাম, টিটু (৩৬)। তার বাড়ি মহানগরীর কাশিয়াডাঙ্গায়। তিনি ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। আর তার সহকারীর (হেলপার) নাম কালু (৩৫)। তবে তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় গোয়েন্দা শাখা (ডিবি) এ দুজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতের ঘটনার পর থেকে তারা দুজন পলাতক ছিলেন। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। গভীর রাতে রাসিক মেয়র ও উপাচার্য গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে মিলের মরদেহ নাটোর পাঠানো হয়। এর আগে সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেয়া হয়। এ বিষয়ে এখনও মামলা না হলেও আজকের দিনের মধ্যে মতিহার থানায় মামলা করার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।