আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার (৫ নভেম্বর) স্থানীয় গভর্নর সের্গেই সিটনিকভ ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন আগুনে নিহত হন।
রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, ওই ভবন থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিটনিকভ বলেন, স্থানীয় সময় সকাল ৭টা৩০ মিনিটে পলিগন নামের ক্যাফেতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় দমকল বাহিনীর পক্ষথেকে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টায় অগ্নিকাণ্ডের খবর আসে। সাড়ে তিন হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
বিএসডি/এফএ