আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা মঙ্গলবার ইস্তানবুলে মুখোমুখি আলোচনায় বসেছেন।
আর এ আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদের কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
এমনকি কোনো কিছু ছোঁয়া থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দিমিত্রো কুলেবা।
রাশিয়ার গোয়েন্দারা রাসায়নিক অস্ত্রের মাধ্যমে বা খাবারের মাধ্যমে প্রতিনিধিদের শরীরে বিষ ঢুকিয়ে দিতে পারে এমন আশঙ্কা থেকে এ অনুরোধ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার খবর বের হয় রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে।
এ মাসের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভে শান্তি আলোচনায় যোগ দেন আব্রামোভিচ। সেখানেই তার ওপর রাসায়নিক হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেন। তারা দায়ী করেছে রাশিয়াকে।
আর এ ঘটনা সামনে আসার পরই বিষ প্রয়োগের ভয়ে নিজেদের প্রতিনিধিদের এমন নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেইনা টোয়েন্টিফোরে দেওয়া এক সাক্ষাতকারে কুলেবা বলেন, প্রতিনিধিদের বলা হয়েছে কোনো কিছু না খেতে, পান না করতে এবং কোনো কিছু না ছুঁতে।
সোমবার মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, কিয়েভে এ মাসের শুরুতে আলোচনা করার পর রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ ও ইউক্রেনের দুইজন প্রতিনিধির শরীরে বিষক্রিয়া দেখা দেয়।
তাদের তিনজনের চোখ লাল হয়ে যায় এবং অব্যহতভাবে চোখ দিয়ে পানি পড়তে থাকে।
তবে যুক্তরাষ্ট্রে একজন কর্মকর্তা জানান, আব্রামোভিচের শরীরে বিষ প্রয়োগ করা হয়নি। এটি মূলত পরিবেশগত কারণে হয়েছে।
বিএসডি/ এমআর