আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চল রক্ষা করেছে। তারা এখন রাশিয়ার সীমান্তে পৌঁছেছে। সোমবার (১৬ মে) গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম পোস্টে খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেগুবোভ যে দাবি করেছে তা নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। খবরে আরও বলা হয়েছে, ঠিক কোথায় এবং কত সংখ্যক ইউক্রেনের সেনাবাহিনী রুশ সীমান্তে পৌঁছেছে তাও পরিষ্কার হওয়া যায়নি।
ওলেহ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেন, ২২৭তম ব্যাটালিয়নের সেনারা রাজ্য সীমান্তে একটি ‘প্রতীক’ পুনরুদ্ধার করেছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেনকে রুশ হানাদারদের হাত থেকে মুক্ত করেছে আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন তার উত্তর-পূর্বে ভূখণ্ড পুনরুদ্ধার করছে। খারকিভ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করেছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে বলেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১২৭তম ব্রিগেডের ২২৭তম ব্যাটালিয়ন রাশিয়ার সীমান্তে পৌঁছেছে।
বিএসডি/ এমআর