আন্তর্জাতিক ডেস্ক:
প্রবল প্রতিরোধের মুখে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা থেকে পিছু হঁটলেও আবারও সেখানে অভিযান চালাবে বিস্ফোরক দাবি করলেন পুতিন ঘনিষ্ঠ চেচনিয়ার প্রধান নেতা রমজান কাদিরভ।
সোমবার ভোরে তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও বার্তায় কাদিরভ এই বিস্ফোরক দাবি করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাদিরভ বলেন, “তিনি (পুতিন) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল লুহানস্ক এবং ডোনেটস্ককে পুরোপুরি স্বাধীন করবেন এবং তারপর রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলো দখল করে নেবেন।”
চেচেন বলেন, “আমি আপনাদের নিশ্চিত করে বলছি, এক কদমও পিছপা হবেন না পুতিন।”
এমন সময় এই বিস্ফোরক মন্তব্য আসল যখন ইউক্রেনের সংঘাত দেশটির পূর্বাঞ্চলীয় ডোনবাসের দিকে সরে যাচ্ছে, যেখানে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
রুশ কর্মকর্তারা বলেছেন, তাদের বাহিনীর ফোকাস এখন ডোনবাসের দিকে। এই অঞ্চলকে পুরোপুরি স্বাধীন করতেই এখন মনোযোগ দেবেন তারা।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
এরই মধ্যে সোমবার ৪৭তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
বিএসডি/ এমআর