আন্তজার্তিক ডেস্ক:
গবেষণা কাজে নিযুক্ত রাশিয়ার একটি জাহাজ ডেনিশ কর্তৃপক্ষ আটক করেছে বলে কোপেনহেগেনে নিযুক্ত রুশ দূতাবাস জানিয়েছে। একই সঙ্গে ওই জাহাজের নথিপত্রও জব্দ করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার কোপেনহেগেনে রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রুশ সরকারি সংবাদসংস্থা আরআইএ বলছে, ‘সামুদ্রিক ওই গবেষণা জাহাজে ৬১ জন আরোহী ছিলেন।’
রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের ওই জাহাজটিকে গত ১ নভেম্বর আটক করেছে ডেনমার্ক। স্ক্যাজেন বন্দরে জ্বালানি নেওয়ার সময় জাহাজটিকে আটক করা হয়েছে।
রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, একাডেমিক আইওফ নামের ওই জাহাজের অতীত কর্মকাণ্ডের ব্যাপারে তৃতীয় পক্ষের এক দাবির পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে জাহাজটি আটক করেছে ডেনিশ কর্তৃপক্ষ।
আটকের সময় রাশিয়ান ফেডারেশনের মালিকানাধীন জাহাজটি রুশ পতাকা বহন করছিল। শিরশোভ ইনস্টিটিউট অব ওশানোলোজি বৈজ্ঞানিক উদ্দেশ্যে জাহাজটি ব্যবহার করেছিল বলে বিবৃতিতে জানিয়েছে রুশ দূতাবাস।
তবে তাৎক্ষণিকভাবে ডেনমার্কের নৌবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
বিএসডি /আইপি