নিজস্ব প্রতিবেদক,
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে ২৮ আরোহীসহ নিখোঁজ হওয়া এন–২৬ বিমানের সকল আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির বিমান কর্তৃপক্ষ জানায়, দুই ইঞ্জিনের অ্যান্টোনভ–২৬ মডেলের বিমানটির ধ্বংসাবশেষ বিমানবন্দরের ৫ মাইল দূরে তারা খুঁজে পেয়েছেন।
কামচটকা উপত্যকার উপরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পরে কামচটাকা অ্যাভিয়েশন এন্টারপ্রাইজের পরিচালক আলেক্সি খ্রব্রভ জানিয়েছেন, বিমানের ধ্বংসাবশেষের খুঁজ পেয়েছেন তারা।
তবে বিমানটি কী অবস্থায় বা কী কারণে বিধ্বস্ত হলো সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। আগামীকাল বুধবার আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার (৬ জুলাই) যাত্রীবাহী বিমানটি রাশিয়ার কামচটাকা উপত্যকার উপর দিয়ে উড়ার সময় রাডারসহ সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এতে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি হারিয়ে ফেলে। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তির খবরে বলা হয়, ওই বিমানে ২৮ জন আরোহীর মধ্যে ৬ জন ক্রু এবং এক বা দুই শিশু ছিল।
কামচটাকা অঞ্চলের পালানা উপকূলীয় এলাকায় বিমানটি হারিয়ে গিয়েছিল। ফলে পালানার সমুদ্র এলাকায় জাহাজের একটি বহর নিখোঁজ বিমানটির সন্ধান করে।
এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টার ও উদ্ধারকারী বিমানও হারিয়ে যাওয়া উড়োজাহাজের সন্ধানে নিযুক্ত হয়। কয়েক ঘণ্টা পরে এর ধ্বংসাবশেশ পাওয়া যায়। ফলে বিমানটির পরিণতি সম্পর্কেও নিশ্চিত হয়ে যায় কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। উল্লেখ্য, কামচটাকা অঞ্চলটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৯ ঘণ্টার দূরত্বে অবস্থিত। এ অঞ্চলে প্রায় ৩ লাখ মানুষের বাস। ফ্রান্স বা ইউক্রেনের চেয়েও আয়তনে বড় এ উপত্যকা।