আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের দক্ষিণ-পূর্বে অবস্থিত বন্দর বার্দিয়ানস্কে একটি বড় রুশ জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী।
বৃহস্পতিবার ইউক্রেনের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
সিএনএন নৌবাহিনীর দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি, যদিও সোশ্যাল মিডিয়া ভিডিওতে বন্দরে বিস্ফোরণের সঙ্গে বড় আগুনের কুণ্ডলী দেখা যায়।
টেলিগ্রাম অ্যাকাউন্টের পোস্টে সিনিয়র উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘রুশ-অধিকৃত বার্দিয়ানস্কে রকেট এবং কামানের গোলার আঘাতে অস্ত্রের গুদামে আগুন ধরে গেছে।’
গেরাশচেঙ্কোর আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, বার্দিয়ানস্ক বন্দর থেকে ধোঁয়া উড়ছে। বন্দরটি মারিওপোল থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
বার্দিয়ানস্ক শহরটিতে প্রায় এক লাখ জনসংখ্যা রয়েছে। রুশ সামরিক বাহিনী ২৭ ফেব্রুয়ারি প্রথম বার্দিয়ানস্কের সরকারি ভবন দখল করে।
বিএসডি/ এমআর