আন্তর্জাতিক ডেস্ক:
চলমান সংকট নিরসনে ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে কোনো ঐতিহাসিক চুক্তিতে পৌঁছতে পারে তা হলে সেই চুক্তি গণভোটে দেওয়া হবে। ভোটের মাধ্যমে ইউক্রেনীয়রা তা অনুমোদন দেবে বা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে জেলেনস্কি বলেছেন—যে কোনো ‘ঐতিহাসিক’ চুক্তি পুরো দেশে গণভোটের মাধ্যমে অনুমোদিত হতে হবে।
ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে জেলেনস্কি বলেন, ‘আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই— যখন এসব ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আপনারা কথা বলবেন, তখন আমরা আর কোথাও যাব না। সরাসরি গণভোটে যাব।’
তিনি বলেন, জনগণই এসব নিয়ে কথা বলবে, জনগণের সিদ্ধান্তই হবে ইউক্রেন-রাশিয়ার আলোচনার ফল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার যে প্রস্তাব জেলেনস্কি দিয়েছেন আজ সকালে রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। ‘আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি’ উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা বলতে চাই প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার আগে পূর্ব প্রস্তুতির প্রয়োজন।’
এ ছাড়া ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবও রাশিয়া প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যুদ্ধবিরতি শুরু হলে ইউক্রেন নিজেদের নতুনভাবে সংগঠিত করে রুশ সেনাদের ওপর হামলা চালানোর সুযোগ পাবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
বিএসডি/ এমআর