নিজস্ব প্রতিবেদক:
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি অ্যান্তোনোভ এএন-১২ কার্গো বিমান সাতজন আরোহীকে নিয়ে বিধ্বস্ত হয়েছে। বুধবার সাইবেরিয়ার ইর্কুতস্ক শহরে বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায়।
দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইর্কুতস্কে পৌঁছানোর পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী মস্কো থেকে প্রায় ৪ হাজার ২০০ কিলোমিটার পূর্বের পিভোভারিখা গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
মন্ত্রণালয় বলছে, বিমানটি বিধ্বস্তের পর সেখানে অগ্নিনির্বাপন, তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। আঞ্চলিক প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, এতে অন্তত দু’জন মারা গেছেন। তবে বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিধ্বস্ত বিমানটির মালিকানা বেলারুশের কোম্পানি গ্রোডনোর বলে বেলারুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাস।
আন্তোনোভ বিমানগুলো সাবেক সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল। তবে এখনও বেসামরিক ও সামরিক পরিবহনের জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে এসব বিমানের ব্যবহার রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আন্তোনোভ বিমানের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
রাশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা প্রায়ই দেখা যায়, বিশেষ করে দেশটির দূরপ্রাচ্যের অঞ্চলগুলোতে। গত সেপ্টেম্বরে দেশটির পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক শহরের বাইরে একটি এএন-২৬ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে।
তারও আগে জুলাইয়ে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২৮ আরোহীর সবাই মারা যান।
সূত্র: রয়টার্স, এএফপি।
বিএসডি /আইপি