আন্তর্জাতিক ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করেছেন। কিন্তু এ নিয়ে রাশিয়াকে অপমান করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই মন্তব্যেকে ভালোভাবে নেয়নি কিয়েভ। ম্যাক্রোঁ’র বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়াকে তার অবস্থানেই রাখা উচিত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
শুক্রবার ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন। এমনকি এই হামলার কারণে রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’ বলেও দাবি করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, রাশিয়াকে ‘অপমানিত করা উচিত নয় আমরা যেন কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে আলোচনার পথ প্রশস্ত করতে পারি’। এরপরই টুইট বার্তায় দিমিত্রি কুলেবা বলেন, এই ধরনের প্রস্তাব কেবল ফ্রান্সকেই অপমান করবে’ এবং অন্যরাও একই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।
কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়াকে ছাড় দেওয়া উচিত নয়, কারণ রাশিয়ার অভিযানকে আন্তর্জাতিকভাবে নৃশংস আগ্রাসন বলে নিন্দা জানানো হয়েছে।
বিএসডি/ এমআর