আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ সকালে বলেছেন, লাভরভ একটি আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আয়োজনে যোগ দিতে তুরস্কের আন্টালিয়ায় যাবেন। সেখানেই তাঁর সঙ্গে কুলেবার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।
মারিয়া জাখারোভার উদ্ধৃতি দিয়ে এই খবর প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি।
লাভরভ ও কুলেবার মধ্যকার বৈঠকটির প্রস্তাবক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু। তিনি একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ, লাভরভ ও কুলেবার সঙ্গে বৈঠকে তিনিও অংশ নিতে চান।
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বেলারুশ সীমান্তে একাধিক দফার শান্তি আলোচনা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই আলোচনার অগ্রগতি সামান্য।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান আজ ১৪তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আজ সকালে ‘এয়ার সাইরেন’ বাজানো হয়। কিয়েভ ও আশপাশের এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিএসডি/ এফএস