নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন গঠনসহ আরও কয়েকটি বিষয় জানিয়ে রাষ্ট্রপতির উদ্দেশে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) খোলা চিঠি দেবে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জোটের সমন্বয়ক সাইফুল হক।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
সাইফুল হক বলেন, ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন, নির্বাচন কমিশন গঠন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনে রাজনৈতিক উদ্যোগ নিতে এবং সরকারকে পরামর্শ দেওয়ার জন্য এ খোলা চিঠি দেওয়া হবে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ জানুয়ারি বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ খোলা চিঠি পেশ করা হবে। রাষ্ট্রপতির দফতরেও খোলা চিঠির কপি পৌঁছানো হবে।
বিএসডি/এসএ