স্পোর্টস ডেস্ক:
ভারতীয় গণমাধ্যমে যে আভাস মিলেছিল, তা-ই সত্যি হলো। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দলে রাখা হয়নি রোহিত শর্মাকে। প্রথম টেস্টে নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। বিরাট কোহলি অধিনায়ক হয়ে ফিরবেন দ্বিতীয় টেস্টে।
১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআইর অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি। আগামী ২৫ নভেম্বর কানপুরে হবে প্রথম টেস্ট। আর ৩ ডিসেম্বর মুম্বাইয়ে সিরিজের শেষ ম্যাচ।
রাহানের টেস্ট অধিনায়কত্ব এই প্রথম নয়। এই বছর এক ম্যাচ খেলে কোহলি পিতৃত্বকালীন ছুটিতে গেলে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজে অবিশ্বাস্য জয় পেয়েছিল ভারত।
ভারত দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা (সহঅধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, বিরাট কোহলি (দ্বিতীয় ম্যাচে ফিরবেন)।
বিএসডি/এসএসএ