নিজস্ব প্রতিবেদক
শনিবার (১১ জানুয়ারি) সকালে মোহাম্মদপুরের শেষ সীমানা তুরাগ হাউজিং এলাকায় রিকশা গ্যারেজে গিয়ে মতবিনিময় সভা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় রিকশা চালকরা তাদের নিত্যদিনের দুর্দশা তুলে ধরেন। বিগত ৫৩ বছরের রাজনীতিতে কীভাবে নিম্নআয়ের শ্রমজীবী মানুষকে ব্যবহার করা হয়েছে, সেই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
আগামী দিনের রাজনীতিতে শ্রমিকের অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার করে সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটওয়ারী।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় সদস্য রিয়াজ মোর্শেদ। উপস্থিত রিকশাচালক, ছাত্র-জনতা ও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে তাৎক্ষণিক র্যালির মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।