খেলাধূলা প্রতিনিধি:
প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে দলটির সেরা তারকা করিম বেনজেমা খেলেননি। তবে আজ মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে খেলেছেন, গোলও করেছেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। অন্যদের ব্যর্থতায় খেলাটি ২-২ গোলে ড্র করেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ জয়ীদের হয়ে অন্য গোলটি করেন এডেন হ্যাজার্ড।
প্রীতি ম্যাচ হলেও হ্যাজার্ডের জন্য তা অনেক স্মরণীয় হয়ে থাকবে। রিয়ালের জার্সিতে ১৮৯ দিন পর গোল পেয়েছেন। এর আগে সর্বশেষ গত ২০ জানুয়ারি কোপা দেল রেতে এলচের বিপক্ষে স্কোর করেছিলেন বেলজিয়াম ফরোয়ার্ড। আজ বদলি হিসেবে নেমে পেনাল্টিতে গোল পান। চোট কাটিয়ে এবার সম্পূর্ণ ফিট তিনি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে পুরো ম্যাচে পাল্লা দিয়ে লড়াই করেছে ক্লাব আমেরিকা। ৫ মিনিটেই ক্লাব আমেরিকাকে এগিয়ে নেন হেনরি মার্টিন। ২২ মিনিটে মার্কো আসেনসিও এসিস্টে করিম বেনজেমার দুর্দান্ত গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ পায় তারা। কিন্তু সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়ররা।
প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ বলেই ১০ জন খেলোয়াড় বদল করেন কার্লো আনচেলত্তি। মোটকথা সবাইকেই খেলিয়েছেন। বদলি হিসেবে নামা হ্যাজার্ডের গোলটি আসে ৫৫ মিনিটে। ৮০ মিনিটে পেনাল্টিতে ক্লাব আমেরিকাকে সমতায় ফেরান আলভারো ফিদালগো।
বিএসডি/ এমআর