আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ছাড়া শহরজুড়ে একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। মঙ্গলবার দিবাগত ভোররাতে এই হামলার ঘটনায় কিয়েভের বিভিন্ন স্থানে জরুরি পরিষেবা কর্মীদের তলব করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, রাশিয়া কিয়েভ এবং কিয়েভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এভাবেই (ভ্লাদিমির পুতিন) যুদ্ধ শেষ করতে চায়।
প্রায় তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কিয়েভ এবং পুতিনের সাথে যোগাযোগ রেখেছেন। জেলেনস্কিও মঙ্গলবার জানিয়েছেন, শিগগিরই মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা হবে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে বলেছেন, হামলায় অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন, যার মধ্যে রয়েছে একজন ৯ বছর বয়সী শিশু। ইউক্রেনীয় রাজধানীর অন্তত চারটি জেলায় জরুরি পরিষেবা কর্মীদের তলব করা হয়েছে।
সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় একাধিক আবাসিক ও অনাবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলা শুরুর সময় বিমান হামলা সতর্কতা জারি করা হয়। কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে বিমান হামলা সতর্কতা দেরিতে জারি হওয়ায় ধারণা করা হচ্ছে, রাডারে এগুলো শনাক্ত করা কঠিন ছিল।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকার মতো একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।