স্পোর্টস ডেস্ক -
পারলেন না শেলি অ্যান ফ্রেজার-প্রাইস। তিনি সেমিফাইনালে এগিয়ে ছিলেন। তাঁকে হারিয়ে রিও অলিম্পিকের বিজয়ী এলেইন থম্পসন-হেরাহ অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন।
১০.৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের ৩৩ বছরের পুরান রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেন থম্পসন-হেরাহ। ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বেইজিং ও লন্ডন অলিম্পিকের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস।
- আরও পড়ুন- একাই তিন স্বর্ণ জিতলেন সান
এই ইভেন্টের তিনটি পদকই পেল জ্যামাইকা। তৃতীয় হয়েছেন শেরিকা জ্যাকসন। ২০০৮ সালে মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।
১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০.৬২ সেকেন্ড সময় নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।
বিস্তারিত আসছে….
বিএসডি/এমএম