বিনোদন ডেস্ক:
ঢাকায় গতকাল ছিল একগুচ্ছ নতুন ব্যান্ডের পরিবেশনায় কনসার্ট ‘রেডিও রায়ট’। বিকেলে যমুনা ফিউচার পার্কের ইভেন্ট স্টেশনে এ কনসার্টের আয়োজন করে লয় রেকর্ডস। কনসার্টে অংশ নেয় ওয়ারফেজ, পেন্টাগনসহ আন্ডারগ্রাউন্ডের বেশ কয়েকটি জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল ব্যান্ড।
বেলা সাড়ে তিনটা থেকে গান পরিবেশন করে বাফার, এমসি টক, এটিএ, সাফওয়ান বারি, ফলস ক্যাসেট, বারিল ডাস্ট, নিউ ওয়েভ, ট্রেইনরেক। পরিবেশনের তালিকায় ছিল শাহারুখ, মার্শিয়ান লাভ, স্পিচ, ড্রাট গ্যাঙ্গ অ্যান্ড জুনায়েদ, আরেকটা রক ব্যান্ড, শার্পনেল মেথড। সবশেষে গান নিয়ে মঞ্চে ওঠে ওয়ারফেজ। মূলত রেকর্ড লেবেল ও শিল্পী ব্যবস্থাপনা সংস্থা লয় রেকর্ডসের আত্মপ্রকাশ উপলক্ষে এ কনসার্টটির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, বাংলাদেশের শিল্পীদের একটি ডিজিটালাইজড ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে এক ছাদের নিচে আনার লক্ষ্যে কাজ করবে এ প্রতিষ্ঠান।
উদ্বোধনী আয়োজনে লয় রেকর্ডসকে শুভেচ্ছা জানাতে কনসার্টে অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যান্ডস মিউজিক্যাল অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি ও মাইলস ব্যান্ডের গায়ক ও গিটারিস্ট হামিন আহমেদ। লয় রেকর্ডসের উদ্যোক্তা ও প্রধান শেখ মনিরুল আলম টিপু বলেন, লয় রেকর্ডস সংগীতের নানা বিষয় নিয়ে কাজ করবে, বিশেষ করে তরুণদের জন্য। মূলত সঙ ট্রেডার এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে গান পরিবেশনে ভূমিকা রাখবে লয় রেকর্ডস। পাশাপাশি থাকবে শিল্পী ব্যবস্থাপনা। এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট, যা বাংলাদেশের আগামীর সংগীতের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে।
প্রায় দুই দশক আগে একতার মিউজিক নামে একটি রেকর্ড লেবেল শুরু করেছিলেন টিপু। সেটার অনুপ্রেরণা থেকেই তিনি বিভিন্ন ঘরানার প্রতিশ্রুতিশীল শিল্পীদের রক, মেটাল, পপ, হিপ-হপ, ইন্ডি, ল্যাটিন, ফোক, ফিউশনসহ ভিন্ন ভিন্ন ঘরানার গান প্রকাশ ও প্রসারে নতুন এই রেকর্ড লেবেল চালু করলেন। তাঁর নেতৃত্বে কনসার্টে ওয়ারফেজ পরিবেশন করে ‘মহারাজ’, ‘বসে আছি’, ‘অসামাজিক’, ‘পূর্ণতা’, ‘না’, ‘তোমাকে’, ‘যত দূরে’ গানগুলো।
বিএসডি/জেজে