স্পোর্টস ডেস্ক:
রেফারির সিদ্ধান্তে ফুটবল মাঠে অসন্তোষের নজির আছে অহরহ। বাদানুবাদ তো বটেই, গায়ে গা লাগিয়ে তীব্র ঝগড়াও দেখা যায় কদাচিৎ। কিন্তু তাই বলে হত্যার হুমকি? এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন ফুটবল লিগে।
আর্জেন্টাইন শীর্ষ বিভাগ ফুটবলের রেফারি দারিও হেরেরা এনেছেন এই অভিযোগ। শুধু তাই নয়, তিনি রীতিমতো মামলাও ঠুকে দিয়েছেন অ্যাটলেটিকো লানুস ক্লাবের খেলোয়াড় লাওতারো আকোস্তার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত সোমবার রাতে। প্রতিপক্ষের মাঠে রেসিং ক্লাব দে আভেয়ানেদার মুখোমুখি হয়েছিল আকোস্তার ক্লাব লানুস। টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর সে ম্যাচেও দলটি হারে ৩-১ গোলে। তাতে জয়খরাটা বেড়ে দাঁড়ায় চার ম্যাচে।
দলের এমন পারফর্ম্যান্সে স্বাভাবিকই মেজাজ চড়ে ছিল লানুসের খেলোয়াড়দের, তার মধ্যে রেফারির সিদ্ধান্তও যাচ্ছিল বিপক্ষে। এর ফলেই মেজাজ হারিয়ে বসেন আকোস্তা। রেফারিকে বলে বসেন, ‘তুমি দুর্নীতিবাজ, যদি আর কখনো তুমি আমাদের খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পাও, তাহলে আমি তোমাকে খুন করব।’
এ কথা বলেই আর্জেন্টাইন ফুটবলার পড়ে গেছেন ফ্যাসাদে। বুয়েনোস এইরেসের শহরতলী আভেয়ানেদায় তার নামে পুলিশ রিপোর্ট ঠুকে দিয়েছেন আর্জেন্টাইন রেফারি। লানুস ক্লাবের সভাপতি অবশ্য এ নিয়ে বলেছেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’ আকোস্তাও এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
আর্জেন্টাইন রেফারিদের সংস্থা ৩৩ বছর বয়সী সাবেক সেভিয়া, রেসিং সান্তান্দের, বোকা জুনিয়র্স ফুটবলারের এমন কাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। সংস্থাটির পরিচালক ফেদেরিকো বেলিগয় আর্জেন্টাইন টেলিভিশনে মুখ খুলেছেন এ বিষয়ে। বলেছেন, ‘এমনটা চলতে পারে না। আকোস্তা যা করেছে, তা মেনে নেওয়া যায় না।’
বিএসডি/এসএসএ