নিজস্ব প্রতিবেদক
রেভিনিউ অটোমেশন পদ্ধতি আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সেই লক্ষ্যে রাজস্ব বিভাগে পদায়নকৃত ৮৪ জন রেভিনিউ সুপারভাইজারকে প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে ৮৪ জন কর্মকর্তার রেভিনিউ অটোমেশন সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের নিদের্শনা প্রদান করেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দিনব্যাপী এই ৮৪ জন কর্মকর্তাকে অটোমেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চারটি ব্যাচের প্রতি ব্যাচে ২১ জন করে মোট ৮৪ জন রেভিনিউ সুপারভাইজার এই প্রশিক্ষণে অংশ নেবেন।