ফুড কার্ড (রেশন কার্ড) নিয়ে আপত্তি জানিয়ে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে বিক্ষোভের চেষ্টা করছে রোহিঙ্গারা
নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে রেশন কার্ড নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ করছে রোহিঙ্গারা। আগের রেশন কার্ড নিয়ে ফেলে নতুনদের সঙ্গে যৌথভাবে কার্ড দেওয়ায় অসন্তুষ্ট হয়ে বিক্ষোভে নামেন তারা।
রোববার (০১ আগস্ট) সকাল পৌনে ১০টায় নয়াপাড়ার নিবন্ধিত ক্যাম্পে বিক্ষোভ করে ওই ক্যাম্পের রোহিঙ্গারা। এ সময় তারা বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ করার চেষ্টা করলে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের( এপিবিএন) সদস্যরা তাদের বাধা দেয় এবং শান্ত করার চেষ্টা করেন।
এসপি জানান, রেশন কার্ড নিয়ে জটিলতার কারণে পুরাতন রোহিঙ্গাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। তারা বার বার বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ করার চেষ্টা করছে। এপিবিএন তাদের বুঝিয়ে বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৫ এর ইনচার্জ (সিআইসি) মো. আব্দুল মান্নান জানান, গত এক মাস ধরে নিবন্ধিত ৩ হাজার ৭১২ পরিবার রেশন নেয়নি। অনেকে রেশনের জন্য আসতে চাইলেও বাকিরা বাধা দিচ্ছে। মূলত রেশন কার্ড নিয়ে তাদের আপত্তি।
সম্প্রতি ডব্লিউএফপি’র কর্মকর্তারা নিবন্ধিতদের আলাদা করে তালিকা করে। জুলাই মাসের শুরু থেকে এসব পুরাতন রোহিঙ্গাদের খাদ্য সহায়তার কার্ড নিয়ে ফেলে ২০১৭ সালে আসা নতুন রোহিঙ্গা সঙ্গে সংযুক্ত করে কার্ড বিতরণ করে। কিন্তু সে কার্ড নিয়ে আপত্তি জানিয়ে গত এক মাস ধরে রেশন নিচ্ছে না ওই ক্যাম্পের রোহিঙ্গারা।
বিএসডি/এমএম