স্পোর্টস ডেস্ক:
চলতি গেমউইকে ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রেন্টফোর্ডের। কিন্তু তার আগেই দলে মিললো করোনাভাইরাসের উপস্থিতি। তাতেই সে ম্যাচটা গেল স্থগিত হয়ে।
ইউরোপে করোনার সংক্রমণ বাড়ছে শেষ কিছুদিনে। তার ছাপটা দেখা গেছে আগেই। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠের ম্যাচটা হয়েছিল দর্শকহীন গ্যালারির সামনে।
শুধু তাই নয়, করোনাভাইরাসের হানার কবলে পড়েছে দলগুলোও। এর আগে টটেনহ্যাম হটস্পার দলের সদস্যদের শরীরে করোনার উপস্থিতি মিলেছিল। তাতে দলটির দুই ম্যাচ পিছিয়েও গিয়েছিল আগে। এরপর লেস্টারের সদস্যদের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। এবার ইউনাইটেডেও মেলে এর সংক্রমণের খবর।
মূল দলের বেশ কিছু খেলোয়াড় ও স্টাফের শরীরে শনাক্ত হয় কোভিড-১৯ এর ভাইরাস। তাতেই দলটি গতকাল সোমবার নিজেদের অনুশীলন কমপ্লেক্স অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করে। শঙ্কা সৃষ্টি হয় দলটির ম্যাচ নিয়েও।
সে ম্যাচটা এখনই আয়োজন করা নিরাপদ কি-না, কিংবা আদৌ ম্যাচটা মাঠে নামানো সম্ভব কি-না, তা নিয়েও আলোচনা হয় লিগ কর্তৃপক্ষের সঙ্গে। আজ মঙ্গলবার এই আলোচনার পরই নিজেদের ওয়েবসাইটে ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
এ নিয়ে শেষ এক সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ার খবর পেলেন ৪২জন সদস্য ও খেলোয়াড়। এ সময় ৩৮০৫ টি নমুনা পরীক্ষার পর মিলেছে এই খবর। তবে কোন কোন খেলোয়াড় বা সদস্য আক্রান্ত হয়েছেন, অথবা কেউ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন কি-না তা অবশ্য এখনো জানা যায়নি।
যারই ফলে এবার পিছিয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোদের ম্যাচ। আজ মঙ্গলবার রাত ১টা ৩০মিনিটে ব্রেন্টফোর্ডের মাঠে নিজেদের ১৭তম ম্যাচে মাঠে নামার কথা রেড ডেভিলদের।
বিএসডি/এসএফ