নিজস্ব প্রতিবেদকঃ
র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
এ আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেয়া হয়েছে।
বিএসডি/কাফি