নিজস্ব প্রতিবেদক,
র্যাব- ১০ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের মাদানপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকা হতে বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ ৪ সিগারেট কালোবাজারীকে গ্রেফতার করা হয়।
গতকাল ১০ জুলাই র্যাব- ১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার মাদানপুর বন্দর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬৩৪ পিস বিদেশী সিগারেটসহ – সিগারেট কালোবাজারী চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ উসমান গনী (৩০) ও ২। মোঃ মনির হোসাইন বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ-এক হাজার ষাট টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ উক্ত আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৪৯৫ পিস বিদেশী সিগারেটসহ সিগারেট কালোবাজারী চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। রেজাউল কারিম (৩০) ও ২। মোঃ ইউনুস হাওলাদার (৩১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ও নগদ- এক হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/মিডিয়া সেল/ এমএম