র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে গাজা ও ইয়াবাসহ ০৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শনিবার ( ২৬ জানুয়ারী) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী নবীনগর খালপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৩৭ (তিনশত সাইত্রিশ) পুরিয়া গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। রহিমা (৬০), ২। মোঃ রবিউল ইসলাম (৩৯), ৩। মোঃ জাহাঙ্গীর হোসেন (২৯), ৪। মোঃ নূর আলম (১৮), ৫। মোঃ শাহাবুদ্দিন (১৯) ও ৬। মোঃ সাগর (১৯) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ (দুই হাজার সাতশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
একই সাথে রাত ৯ টায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরণীগঞ্জ মডেল থানাধীন আঁটিবাজার পাঁচদোনা মসজিদ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩৯ (ঊনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আতিক (১৯) ও ২। মোঃ শাহাজাহান হোসেন সিয়াম (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে নগদ- ৬৪০/-(ছয়শত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক রাত ১০ টায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে তিনশত সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মিডিয়া সেল/বিএসডি/এমএম