শুভ দে, মাভাবিপ্রবি প্রতিনিধি
লকডাউনে আটকে থাকা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পৌছে দিতে পরিবহন পরিচালক প্রফেসর ড. মীর মো: মোজাম্মেল হক বরাবর লিখিত আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষে রবিউল ইসলাম, নাজিম উদ্দিন ও বাবু কিশোর দেব স্বাক্ষরিত এ আবেদন পরিবহন অফিসে জমা দেয়া হয়।
আবেদনে বলা হয়,আমরা মাভাবিপ্রবির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। সারাবিশ্বে করোনা মহামারী প্রকোপের কারনে স্থগিত হওয়া পরীক্ষা চালু করার পর আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে থাকা অবস্থায় পুনরায় সারাদেশে লকডাউনের সব শিক্ষার্থীরা আটকে পড়ে আছি। দিন যাচ্ছে লকডাউন বাড়ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সামনে ঈদ উল আযহা। লক ডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পরিবহনে বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে নিরাপদে পৌঁছে দিচ্ছে। আমরাও নিরাপদে বাড়িতে পৌঁছানোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বিশ্ববিদয়ালয়ের ছাত্রলীগ নেতা মানিক শীল জানান, বাংলাদেশ ছাত্রলীগ সাধারন শিক্ষার্থীদের যোক্তিক দাবি আদায়ে সব সময় সহযোগিতা করে আসছে। সরকারি নির্দেশনা মেনে নিয়মতান্ত্রিক উপায়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বাড়ি পৌছে দেওয়ার জোড় দাবি জানাচ্ছি।
মাভাবিপ্রবি/শুভ/মুছা