বিনোদন ডেস্ক
ছুটি কাটাতে লন্ডনে গিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। আপনমনে হাঁটছিলেন শহরের রাস্তায়। কিন্তু লুকিয়ে লুকিয়ে এক ভক্তের ভিডিও ধারণ দেখে মেজাজ হারিয়ে ফেললেন ‘খিলাড়ি’। কড়া ধমক দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলার পাশাপাশি ভক্তের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধূসর প্রিন্টেড ট্যাঙ্ক টপ, শর্টস এবং বিনি ক্যাপে স্বচ্ছন্দে হেঁটে যাচ্ছেন গালভর্তি কাঁচাপাকা দাড়ির অক্ষয়। সেই সময়ে এক ভক্ত কাছে গিয়ে অনুমতি ছাড়াই ভিডিও করতে শুরু করেন। বিষয়টি টের পেতেই ঘুরে দাঁড়ান অক্ষয়, রেগে যান এবং সরাসরি ক্যামেরা বন্ধ করতে বলেন।
উত্তেজনার মুহূর্ত তৈরি হলেও পরে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। এরপর ওই ভক্তের সঙ্গেই সেলফি তুলতেও দেখা যায় অভিনেতা। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘কবে মানুষ শিষ্টাচার শিখবে? অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক নয়।’ আরেকজন লিখেছেন, ‘তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে, সবসময় তাদের মুখের উপর ক্যামেরা ধরতে হবে না।’
অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন, ‘সব মুহূর্ত কনটেন্ট বানাতে হয় না, ব্যক্তিগত পরিসর সম্মান করতে হবে।’
অক্ষয় কুমারের মেজাজ হারানোর ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি ‘হাউজফুল ৫’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টেও মেজাজ হারাতে দেখা গেছে তাকে। মুম্বাইয়ে এক সাংবাদিক অভিনেতার ছবির পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করলে অক্ষয় মজার ছলেই বলেন, ‘আমি কত টাকা নিয়েছি, সেটা কেন বলব তোমাকে? তুমি কি আমার ভাগ্নে? আজ আনন্দের দিন, তুমি রেইড করতে চাও নাকি?’ এই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এদিকে, ‘খিলাড়ি’ অক্ষয় কুমার কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। সামনে আসছে ‘ভূত বাংলা’, যেখানে আবারও হরর-কমেডিতে দেখা যাবে তাকে। রয়েছে বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘জোলি এলএলবি ৩’, ‘হেওয়ান’ এবং মারাঠি ঐতিহাসিক ছবি ‘বেদাত মারাঠি বীর দৌড়লে সাট’। একাধিক প্রজেক্ট নিয়ে দম ফেলার ফুরসত নেই অভিনেতার।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৬ জুন মুক্তি পেয়েছে অক্ষয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘হাউজফুল ৫’। ১৯ জন অভিনেতা থাকা এই অনসেম্বল কমেডি ছবিটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।