জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় থেমে থাকা একটি পিকআপকের চাপায় দুই কিশোর নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড সদরের উত্তর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্ক্র্যাপ লোহা বোঝাই একটি লরি দাঁড়িয়ে থাকা পিকআপকে ধাক্কা দিলে ওই পিকআপের চাপায় দুই কিশোরের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন নিহত এক কিশোরের বাবাও। তারা পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।
নিহতরা হলেন- জোড়ারগঞ্জ থানার দক্ষিণ মেহেদীনগর গ্রামের মোহাম্মদ আলমগীরের ছেলে মেহেদী হাসান জনি (১৩) ও সীতাকুণ্ডের সোবাহানবাগ এলাকায় বসবাসকারী বাগেরহাট চিতলমারী থানা এলাকার মিন্টু মিয়ার ছেলে সিয়াম (১০)। সিয়ামের বাবা মিন্টু মিয়াও গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও নিহত মেহেদীর বাবা মো. আলমগীর সমকালকে জানান, তার ছেলে একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। করোনাকালীন সময়ে মাদ্রাসা বন্ধ থাকায় ও অভাবের কারণে মাছ বিক্রি করে সংসার চালান তারা।
প্রত্যক্ষর্দীরা জানান, রোববার মিরশরাই থেকে মাছ এনে সীতাকুণ্ড মাছের আড়তে বিক্রি করে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালে ঢাকামুখী একটি পিকআপের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্ক্র্যাপ বোঝাই লরি ধাক্কা দেয়।
পিকআপটি ওই তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান মেহেদী ও সিয়াম নামে দুই কিশোর। আহত হন সিয়ামের বাবা মিন্টু মিয়া।
সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আমীর ফারুক বলেন, সীতাকুণ্ড বাইপাস সড়ক এলাকায় ঢাকামুখী দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের সামনে থাকা ৩ পথচারী চাপা পড়েন। এর মধ্য মেহেদী ও সিয়াম নামের দুই কিশোর মারা যান। সিয়ামের বাবা মিন্টু গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বিএসডি / আইকে