লাইফস্টাইল ডেস্ক,
শহরাঞ্চলের মানুষের মধ্যে লুঙ্গি পরার রেওয়াজ নেই বললেই চলে। শুধু কি তাই? এ প্রজন্মের অনেকেই লুঙ্গি পরাকে ‘খ্যাত’ বলে টিপ্পনি কাটে। অথচ এটি উপকারী এবং আরামদায়ক একটি পোশাক।
* বিদেশিরা লুঙ্গির একটা গুণে মুগ্ধ, তা হলো এর এয়ারকন্ডিশনিং ক্ষমতা। আমাদের মতো আর্দ্র দেশের জন্য যা বিশেষভাবে উপকারী।
* লুঙ্গি পরা থাকলে পোশাক চেঞ্জ করার জন্য আলাদা সময় খরচ করতে হয় না।
* জিপার লেগে যাওয়ার ভয়ে অনেকেই প্যান্ট পরিহার করেন! তাদের জন্য লুঙ্গির কোনো বিকল্প নেই। কারণ লুঙ্গিতে কোনো জিপার সিস্টেমের দরকার হয় না।
* লুঙ্গি পরলে ভুঁড়ি খুব একটা বুঝা যায় না।
* যে কোনো জায়গায় চলাচলের সুবিধা হয়।
* লুঙ্গি পরে পানিতে নামার পর সেটা বাতাসে ফুলিয়ে ‘ঢোল’ বানানো যায়। এভাবে অনেক প্রাণ রক্ষাও হয়েছে।
* প্যান্টের পকেট থেকে মোবাইল/মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা অহরহই ঘটে। বিশেষ করে ভিড়ে, বাজারে, বাসে। লুঙ্গিতে পকেট না থাকায় বাধ্য হয়েই মোবাইল/ মানিব্যাগ আপনাকে হাতে রাখতে হবে। সেই ক্ষেত্রে আর যাই ঘটুক না কেন এসব হারানোর কোনো ভয় নেই।
বিএসডি/এএ