জবি প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিদর্শন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘Rural Development in Bangladesh’ পাঠ্যক্রমের অংশ হিসেবে ‘Orientation to BARD’ শিরোনামে বার্ডের কার্যক্রম সম্পর্কে অবগত হোন তারা।
শনিবার সকালে বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তারের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বাসে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) তে পৌঁছান শিক্ষার্থীরা।
সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন বার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন৷ দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মিলন কান্তি ভট্টাচার্য্য কুমিল্লা মডেল সম্পর্কে আলোচনা করেন। এসময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এরপর বার্ডের প্রশিক্ষণ কর্মকর্তারা শিক্ষার্থীদের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ঘুরিয়ে দেখান। এরপর ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হোন এবং সন্ধ্যায় ক্যাম্পাসে পৌঁছান।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ‘Orientation to BARD’ এর তত্ত্বাবধায়ক শামীমা আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোন পাঠ মাঠপর্যায়ের প্রশিক্ষণ এর মাধ্যমে পূর্ণতা পায়। তাত্বিক জ্ঞানার্জন এর পাশাপাশি ছাত্রছাত্রীদের ব্যবহারিক জ্ঞান অর্জন করা আবশ্যক। আর এরই অংশ হিসাবে আমরা পল্লী উন্নয়ন বিষয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের বার্ড পরিদর্শনে নিয়ে গিয়েছিলাম। আশাকরি ছাত্রছাত্রীরা দিনব্যাপী প্রশিক্ষণ থেকে বাস্তব জ্ঞানার্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আমরা ছাত্রছাত্রীদের নিয়ে এখানে আসবো।’
বিএসডি/এফএ