নিজস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
ওবায়দুল কাদেরর চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান তিনি। শরফুদ্দীন আহমেদ আরও বলেন, গতকালের তুলনায় তিনি অনেক ভালো আছেন।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে, তাকে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে।
এই মুহূর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশে যওয়ার কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি।
বিএসডি/ এলএল