গাজার প্রায় অর্ধেক বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সময়সীমা বেঁধে দিয়েও হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এতে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরই হামলা চালায়।
হামাস কর্মকর্তাদের মতে, উত্তর গাজা উপত্যকা থেকে বাড়িঘর ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
শুক্রবার ফিলিস্তিনের উত্তর গাজার ১০ লাখের বেশি বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলে ইসরায়েল। যদিও এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, এটা ‘অসম্ভব’। জাতিসংঘ আরো জানিয়েছে, ইসরায়েলের আদেশের পর গাজা সিটি ছেড়েছেন অন্তত হাজার দশেক মানুষ।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। দেশটিতে সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে ২৬৫ জন। এছাড়াও পুলিশ সদস্য নিহত হয়েছে কমপক্ষে ৪৮।
অন্যদিকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। আহত হয়েছে প্রায় ৭ হাজার ৭০০ জন।
বিএসডি/এসএস