আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ শাদে কৃষক ও রাখালদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। শাদ কর্তৃপক্ষের বরাতে সোমবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
শাদের হাজার-লামিস প্রদেশের গভর্নর আমিনা কোডজিয়ানা রবিবার (৮ আগস্ট) এএফপিকে বলেছিলেন, দুই সম্প্রদায়ের মধ্যে জমি নিয়ে বিরোধের কারণে সংঘাতের সূত্রপাত ঘটে। যাদের মধ্যে এক পক্ষ জমিতে যেতে চাচ্ছিল এবং অন্য পক্ষ তাদেরকে বাধা দিচ্ছিল। ঘটনার এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে হতাহতের ঘটনাটি ঘটে।
তিনি আরও বলেন, রাজধানী অ্যানজামিনা থেকে ২০০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় জোহানা গ্রামে গেল শনিবার যে দ্বন্দ্বের শুরু হয়েছে, তা এখন বৌলালা ও আরব যাযাবরদের মুখোমুখি দাঁড় করিয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত ২২ জন নিহত হওয়া ছাড়াও আরও ১৮ জন গুরুতর রকমের আহত হয়েছেন।
শাদ সরকারের মুখপাত্র আব্দুর রহমান ই কলিমুল্লাহ জানিয়েছেন, সংঘর্ষের পর সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, শাদের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে আন্তঃ সম্প্রদায় বিরোধ এবং সংঘর্ষের ঘটনা খুবই সাধারণ একটি বিষয়। সেসব এলাকার অনেক বাসিন্দারই হাতে এরই মধ্যে ভয়ঙ্কর সব অস্ত্র পৌঁছে গেছে।
বিএসডি/এমএম