বিনোদন ডেস্ক:
ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ এখন আর অভিনয়ে নেই। সাংসারিক কাজেই ব্যস্ত থাকেন এই চিত্রনায়িকা। তবে তিনি স্বেচ্ছাসেবী একটি কাজে যুক্ত আছেন ছোটবেলা থেকেই। চাঁদনীখ্যাত নায়িকা শাবনাজ সবাইকে রক্তদানে আহ্বান জানিয়েছেন।
শাবনাজ বলেন, ছোটবেলা থেকেই আমি রেডক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত। কারো রক্ত লাগলেই আমি রক্ত দিতে ছুটে যেতাম। আমার আব্বু আমাকে সব সময় অনুপ্রেরণা দিতেন। আব্বুর কারণেই সাহসী হয়ে উঠেছিলাম রক্ত দিতে। আব্বু সবসময় বলতেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে। যে কারণে সেই ১৯৯৬ সাল থেকে আমি এখনো কারো যদি রক্তের প্রয়োজন হয়, আমি সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়াই।
আমার শরীরের এক ব্যাগ রক্তের জন্য যদি একজন মানুষের সারা জীবনের জন্য উপকার হয়, তাহলে সেটা আমার সৌভাগ্য। আর বিপদে মানুষের পাশে মানুষইতো দাঁড়াবে। সবাইকে বলছি রক্তদানে এগিয়ে আসবেন। রক্তদান করলে শরীর আরো সুস্থ থাকে, ভালো থাকে।
বর্তমানে শাবনাজ তার স্বামী চিত্রনায়ক নাঈমের সঙ্গে টাঙ্গাইলের পাথরাইলে গ্রামের বাড়িতে আছেন। নাঈম কিংবা শাবনাজ দু’জনের কেউ এখন আর অভিনয় করছেন না। তবে যেকোনো সময়ই দু’জনে অভিনয়ে ফিরতে পারেন। সর্বশেষ নাইম-শাবনাজ সাংবাদিক অভি মঈনুদ্দীনের সাংবাদিকতায় দুই দশক পুর্তি ও জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গত ৩১ অক্টোবর।
বিএসডি/জেজে