ক্যাম্পাস প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৪ জানুয়ারি থেকে ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হবে। এতে ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ২৩৭ শিক্ষার্থী।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন আবেদন করেছেন। আগামী ৪ জানুয়ারি থেকে বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ডাকা হবে।
তিনি বলেন, ‘আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরি করা হবে।
মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বার যোগ করা হবে না। ভর্তিসংক্রান্ত সব তথ্য admission.sust.edu.bd পাওয়া যাবে।
বিএসডি/ এলএল