বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ শুকুর আলী (৫০) নামে এক পাচারকারীকে একটি মোটরসাইকেল সহ আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটক শুকুর আলী উপজেলার রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
বুধবার (৩১ আগষ্ট) বিকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের একটি বড় চালানসহ পাচারকারীকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন খবরে রুদ্রপুর সীমান্তে বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে কৃষকের ছবদবেশে থাকা শুকুর আলীর দেহ তল্লাশি করে ৯ টি স্বর্ণের বারসহ তাকে হাতেনাতে আটক করে বিজিবি সদস্যরা।
জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা বলে জানায় বিজিবি। এসময় তার কাছ থেকে স্বর্ণ পাচারকাজে ব্যবহৃত একটি মটরসাইকল উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
বিএসডি/এফএ