বর্তমান সময় ডেস্কঃ
আগামীকাল ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’র মানবপ্রাচীর কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালনকালে বাধার মুখে পড়েন তারা।
এর আগে ‘গুম-খুন, ক্রসফায়ার, কারা নির্যাতন বন্ধ কর! মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াও’ শীর্ষক এই মানবপ্রাচীর কর্মসূচির ঘোষণা দিয়েছিল ‘মায়ের ডাক’।
জানা গেছে, শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। বেলা ১১টা ৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। সমাবেশে সূচনা বক্তব্য রাখেন ৫ বছর আগে গুম হওয়া মিরপুরের কাঠ ব্যবসায়ী বাতেনের মেয়ে আনিসা ইসলাম ইনসি।
তিনি যখন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তখন পুলিশ তার মাইক্রোফোনটি ছিনিয়ে নেয় এবং ‘মায়ের ডাক’র সদস্যদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘মায়ের ডাক’র সদস্যদের হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ‘মায়ের ডাক’র সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখানে সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।তাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর প্রমুখ।
বিএসডি/আরপি