নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে পাচারের সময় ২০২২ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সপ্তম শ্রেণির ১২ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় আইয়ুব আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, আইয়ুব আলী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি সরকারি বই কালোবাজারে বিক্রি চক্রের সদস্য। দেশের বিভিন্ন এলাকা থেকে তিনি সরকারি বিনামূল্যে বিক্রির বই সংগ্রহ করেন। আইয়ুব আলী বুধবার রাতে ১২টি বস্তায় করে সপ্তম শ্রেণির দুই হাজার ৪০০ পিস বই মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার জনৈক রতনের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
গোপনে খবর পেয়ে এসআই রিপন মিয়া কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বইগুলো জব্দ ও পাচারের চেষ্টাকারী আইয়ুব আলীকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার এসআই রিপন মিয়া শিবগঞ্জ থানায় আইয়ুব আলী ছাড়াও অজ্ঞাত দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বইগুলো ২০২২ শিক্ষাবর্ষের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বইগুলো সে ঢাকা থেকে কিনে এনেছে। আরও অধিক তথ্যের জন্য তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিএসডি/ এলএল