নিজস্ব প্রতিবেদক:
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ময়মনসিংহে মুক্ত পাঠশালা প্রতিষ্ঠা করেছেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি। বিদ্যানন্দিনী শেখ হাসিনা বিদ্যালয় নামে শুরু হয়েছে এর যাত্রা। প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ভর্তি ফরম। এ ছাড়াও নানা শিক্ষা উপকরণ বিতরণের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর নতুন বাজারস্থ রেলওয়ে কলোনির পাশে হরিজন পল্লিতে শিশুদের মাঝে ভর্তি ফরম বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা নওশেল আহমেদ অনি।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা নওশেল আহমেদ অনি বলেন, ক্লাস নেওয়ার পাশাপাশি পড়াশুনা চালিয়ে নেওয়ার জন্য কাগজ, কলম, বইসহ শিক্ষাসামগ্রী বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই দরিদ্র ও অসহায় পরিবারের সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। পারিবারিক বা সামাজিকভাবে এই শিশুরা শিক্ষার কোনো সুযোগ পায় না। বিদ্যানন্দিনী শেখ হাসিনা বিদ্যালয়ের মাধ্যমে এই সুযোগটা আমরা করে দিচ্ছি।
তরুণদের এমন উদ্যোগে ঝরেপড়া সুবিধাবঞ্চিত শিশুরা আবারও ফিরছে স্কুলে। ভিক্ষাবৃত্তি, মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে আসবে তারা এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের।
বিএসডি /আইপি