নিজস্ব প্রতিবেদক
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, বাংলাদেশ শিল্প সমৃদ্ধ এবং শিল্প সম্ভাবনাময় একটি দেশ। এই দেশে দিনদিন শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং সেই পরিক্রমায় এই দেশে শিল্প সেক্টর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এসব শিল্প প্রতিষ্ঠানে লক্ষাধিক শিল্প প্রকৌশলী কর্মরত। অথচ এই শিল্প প্রকৌশলীরা তাদের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্য এবং হয়রানির শিকার হচ্ছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) শিল্প সেক্টরে কর্মরত প্রকৌশলীদের বৃহৎ সংগঠন। তাই শিল্প ও বেসরকারি সেক্টরে কর্মরত প্রকৌশলীদের সব বৈষম্যে দূরী করতে এই সংগঠনকে জোরালোভাবে কাজ করতে হবে। শিল্প, বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ফ্রেশ ডিপ্লোমা প্রকৌশলীদের এন্ট্রি লেভেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং ফ্রেশ গ্র্যাজুয়েট প্রকৌশলীদের নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি লেভেলে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করাটা যৌক্তিক ও সময়ের দাবি।
বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার বলেন, শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য দাবি, অধিকার, সুবিধা ও অসুবিধা, কল্যাণ এবং বৈষম্য দূর করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি)। সংগঠনটি ২০২০ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আজ এই সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এই অল্প সময়ের ব্যবধানে সংগঠনটি প্রকৌশলদের কর্মসংস্থানসহ শিল্প, প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।
বিশেষ অতিথির বক্তব্যে পাওয়ার সেলের মহাপরিচালক বি ডি রহমতউল্লাহ বলেন, আইইএবি পরিবার প্রতি বছরের ১১ ডিসেম্বর শিল্প প্রকৌশল দিবস হিসেবে পালন করে আসছে। শিল্প সেক্টরে কর্মরত শিল্প প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র একটি দিবস থাকা খুবই যুক্তিযুক্ত ও যথার্থ। শিল্প সেক্টরে কর্মরত শিল্প প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র একটি দিবস এর প্রয়োজনীয়তা আইইএবি পরিবার কর্তৃক শিল্প প্রকৌশলী দিবস ঘোষণার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। আমি মনে করি, শিল্প প্রকৌশলী দিবসের এই দিনটিকে উপলক্ষ্য করে শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য দাবি, অধিকার, সুবিধা ও অসুবিধা, কল্যাণ এবং সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কথা বলার পথ আরো বেশী সুগম হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইএবির প্রেসিডিয়াম সদস্য মো. লোকমান হোসেন, মীর সালাত মাহমুদ, মো. আল আমিন খাঁন, রায়হানুল ইসলাম প্রমুখ।