আন্তজার্তিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৪শ ধনীর তালিকাতেও জায়গা পেলেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং রিয়েল স্টেট মোঘল ডোনাল্ড ট্রাম্প। ২৫ বছর পর এই প্রথম ফোর্বস ম্যাগাজিন থেকে তার নাম বাদ পড়লো।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে ট্রাম্পের যে সম্পদ ছিল এখনো সেই পরিমাণ সম্পদই আছে। বর্তমানে ট্রাম্পের সম্পদের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার।
প্রতিবেদনে বলা হয়, তার সম্পদের পরিমাণ আর ৪০ কোটি ডলার বেশি হলেই এ তালিকায় তার নাম থাকতে পারতো। করোনা মহামারির কারণে এই রিয়েল স্টেট ব্যবসায়ীর ৬০ কোটি মার্কিন ডলারের মতো ক্ষতি হয়েছে। আর এই পতনের জন্য ট্রাম্প নিজেই দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ম্যাগাজিনে গত বছর তিনি শীর্ষ ধনীদের তালিকায় ৩৩৯ নম্বরে ছিলেন। এছাড়া ১৯৯৭- ২০১৬ সাল পর্যন্ত মার্কিন ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকার ওপরের দিকেই ছিল ট্রাম্পের নাম।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়টি ছিল ট্রাম্পের জন্য সুবর্ণ সুযোগ। হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার কিছুদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি একই সময়ে তার ব্যবসা এবং সরকার সামলাতে পারবেন।
তিনি সে সময় বেশ জোর দিয়েই বলেন, কোনো কিছু যেমন দেখা যায় আমি সেটা পছন্দ করি না। যদি আমি চাই তবে আমি অবশ্যই এটা করতে পারব। আমিই একমাত্র ব্যক্তি যে এটা করতে সক্ষম হবে।
বিএসডি/আইপি