নিজস্ব প্রতিবেদক:
সরকার দেশে বিরাজনীতিকীকরণের প্রক্রিয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই গণবিরোধী সরকার, স্বাধীনতাবিরোধী সরকার খালেদা জিয়া শুধু নয়, কাউকেই এখানে রাজনীতি করতে দিতে চায় না।
মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসনকে কয়েক বছর ধরে সাজানো মামলায় আটক করে রাখা হয়েছে। এখন এ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা বারবার বলেছি, দেশনেত্রীকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। কিন্তু সরকার এতে কর্ণপাত করেনি।
প্রকৃত দেশপ্রেমিকরা এই সরকারের সময়ে নিগৃহীত মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে একদিকে যেমন তারা বন্দি করে রেখেছে, চিকিৎসার সুযোগ দিচ্ছে না। অন্যদিকে সব দেশপ্রেমিক মানুষের ওপর তারা অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। ঠিক এ রকম একটি দিনে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
জনগণ আবারও জেগে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে। দানবীয় কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট এবং একটা মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, উপদেষ্টা ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএসডি/এসএফ