ক্রীড়া ডেস্ক:
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত ‘শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারী থানা দল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ই অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।
শুক্রবার রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মো: মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফাইনালে ওয়ারী থানা দল টাইব্রেকারে ৪-২ গোলে তেজগাঁও থানা দলকে পরাজিত করে।
এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমদ রতনে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, তরফদার মোহাম্মদ রুহুল আমিন, কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদ উল্যা এবং সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজু এ সময় উপস্থিত ছিলেন।
১৫ দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ঢাকা মহানগরীর ৩২টি থানা- ইউনিট অংশগ্রহণ করে।
বিএসডি /আইপি