নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক। তার কারণে দেশের নাগরিকরা বিনামূল্যে দ্রুত পেয়েছে। তিনি সুস্থ জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন। জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া বঙ্গবন্ধুকন্যার পক্ষেই সম্ভব হয়েছে।
রোববার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অসম বিশ্বে মানবসম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষ চিকিৎসকের কাছে যেতে ভয় পায়। এ ভয় কাটাতে চিকিৎসক, সেবিকা, ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষসহ সবাইকেই এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে।
হেলথ টিভি’র চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেসের সাবেক কনসালটেন্ট অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) মো. আব্দুল আলী মিয়া, মানস’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও মোহাম্মদ হানিফ।
বিএসডি/আইপি