নিজস্ব প্রতিবেদক:
শেরপুরে জামায়াতের নেতাকর্মী সন্দেহে ১৭ জন আটক করা হয়েছে। তারা বর্তমানে শেরপুর সদর থানা হেফাজতে আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মেদ।
সূত্রে জানা গেছে, সোমবার (১৮ অক্টোবর) জেলা শহরের বাগবাড়ী মহল্লায় একটি বাসায় মিটিং চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শেরপুর সদর থানার পুলিশ।
এ সময় জামায়াতের নেতাকর্মী সন্দেহে ১৭ জনকে আটক করা হয়। আটকের পর তাদের কাজ থেকে ২৩টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
আটকরা হলেন ঝিনাইগাতীর আব্দুর রউফ (৪০), শেরপুর পৌরসভার বাগরাকসার রফিকুল ইসলাম (৪০), সজবরখিলার সামস উদ্দিন (৬০), আনিসুর রহমান (৫০), শফিকুল ইসলাম (৫২), সদর উপজেলার জঙ্গলদী গ্রামের গোলাম মোস্তফা (৫৪), পৌরসভার কান্দাপাড়ার বুলবুল আহম্মেদ (৫৫), দিঘারপাড় মহল্লার মোনাফ খান (৪৮) ও গাজীরখামার গোলাম কিবরিয়া (৩৬)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, পুলিশ ওই ১৭ জনের বিষয়ে সার্বিক খোঁজখবর অব্যাহত রেখেছে।
বিএসডি / আইপি