ঈদ চলে গেছে দুই সপ্তাহ। তবে ঈদের আমেজ যেন এখনো চলছে নাটকে। কিন্তু তা শেষ হবে কবে? এ প্রশ্নের উত্তর নাই বা দেওয়া হোক। তবে এই শেষটাই অন্যরকম করে সাজালেন তানজিন তিশা। সাগর জাহান পরিচালিত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের ঝলকানি দেখালেন তিনি।
পুরান ঢাকায় থাকেন মা ও মেয়ে। সেই বাড়িতে থেকে চাকরির সন্ধান করবেন দূরসম্পর্কের কাজিন মোশাররফ। কিন্তু তাকে সহ্য করতে পারেন না তিশা। রগচটা, মাথায় আগুন নিয়ে চলা একটি চঞ্চল মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। যতই রাগ দেখাক, তার মনের ভেতরে আছে ভালোবাসার হাতছানি। আর সেটাই বুঝতে পারে আশ্রিত ছেলেটি। ঘটতে থাকে নানা ঘটনা। এসবের মাঝেই প্রেম খুঁজে পান নায়ক-নায়িকা। হঠাৎ করেই মা মারা যাওয়ার পর বদলে যান তিশা। গল্পের মোড় কোথায় নেবে? এমন প্রশ্নের মুখে পড়ে দর্শকরাও।
কিন্তু সব প্রশ্নের উত্তর সবশেষে দিয়ে দেন তিশা। তাই তো শেষটাও করে দিলেন অন্যরকম। এবারের ঈদটাও তিশার জন্য যেন একেবারেই অন্যরকম। নিজেকে ঘুরে দেওয়ার এক অফুরন্ত সুযোগ। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে ঈদের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের মন। ১১ ঘণ্টায় দ্রুত ভিউয়ের রেকর্ডগড়া ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকে মোশাররফ করিমের অভিনয়ের কথা বলার কিছু নেই, কারণ তিনি পরীক্ষিত অভিনেতা। এমন অভিনয়শিল্পীর সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন তিশা। আর প্রথমেই বাজিমাত করে দিলেন তিনি। নাটকে শেষ থাকলেও আসলে তিশার জন্য এটাই শুরু। সেই শুরুতেই রেকর্ড করে ফেলেছেন তিনি।
ঈদে তার আরও দুটি নাটক ভিউয়ের দিক দিয়ে রেকর্ড করে। ১৬ ঘণ্টায় সর্বাধিক ভিউ হয় ‘আফ্রিকান বউ’ নামের নাটকটি। আর ২০ ঘণ্টায় দ্রুত ভিউ হিসেবে রেকর্ড করে ‘তাকে ভালোবাসা বলে’। এ ছাড়া তানজিন তিশা অভিনীত একাধিক নাটক ভিউয়ের দিক দিয়ে এগিয়ে গেছে। এগুলো হলো- ‘একটুখানি’, ‘ফ্রেন্ডস বনাম চিটার্স’, ‘বালক-বালিকা’ ইত্যাদি।