টানা বাজে ফর্মের কারণে বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আছেন লিটন কুমার দাস। গতকাল ৬ রানে আউট হওয়ার পর তাকে ব্যাট দিয়ে মাটিতে আঘাত করতে দেখা গেছে! অন্যদিকে চোট কাটিয়ে মাঠে ফেরার পর বেশ ভালোই খেলেছেন তামিম ইকবাল। উপহার দিয়েছেন ৪৪ রানের ইনিংস। দলের এই দুই ওপেনার এবার শেষ ওয়ানডেতে বিশ্রাম চান!
আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে ম্যাচ।
বিসিবি সূত্রে জানা গেছে, এই ম্যাচেই বিশ্রাম চেয়েছেন তামিম আর লিটন। দুজনের মাঝে তামিম গতকাল দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির কথা বলেছেন। একদিন বিরতিতে দুই ম্যাচ খেলায় এমনটা হতে পারে। তাই বিশ্বকাপের আগে আর ঝুঁকি নিতে চান না।
অন্যদিকে জ্বর থেকে সেরে উঠেই লিটন গিয়েছিলেন এশিয়া কাপে। সেখানেও পারফর্মেন্স ভালো ছিল না। আসলে তিনি জ্বরের ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এশিয়া কাপ থেকে টানা খেলার মধ্যে থাকায় তিনি এবার বিশ্রাম চান।
যে কারণে শেষ ওয়ানডে খেলতে চান না লিটন। জানা গেছে, দুজনকেই শেষ ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে।
বিএস/এলএম