ক্রীড়া ডেস্ক,
আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য দল কী? খেলা প্রেমিকরা শনিবার রাতেই জেনে গেছেন। দলে একটি পরিবর্তন ঘটছে। অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি নেই। তার বদলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
যেহেতু জিম্বাবুয়ের ফ্রন্টলাইন ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের বড় অংশই ডানহাতি। তাই অফস্পিনারের চেয়ে বাড়তি বাঁহাতি স্পিনারের কার্যকরিতা বেশি হতে পারে- এমন ধারণা থেকেই আসলে নাসুমকে নেয়া।
রোববার দুপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, দলে একটিই পরিবর্তন। শেখ মেহেদির বদলে শুধু আসছেন নাসুম। তার মানে বাকি ১০ জন ঠিকই থাকছেন।
তারপরও জেগেছে প্রশ্ন, রোববার সিরিজ নির্ধারণী ম্যাচেও কি তাহলে মোস্তাফিজকে খেলানো হবে না? আগের ম্যাচ না খেলা কাটার মাস্টারকে কি সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না?
প্রধান নির্বাচকের জবাব, ‘মোস্তাফিজকে খেলানো হচ্ছে না আজও। আগের ম্যাচে খেলা তিন পেসার তাসকিন, সাইফউদ্দিন আর শরিফুলই খেলবে।’
আগের ম্যাচে ৩ উইকেট পাওয়া শরিফুলকে বাদ দেয়া কঠিন। সাইফউদ্দিনের ব্যাটিং সামর্থটা প্লাস পয়েন্ট, তাসকিনও আছেন ফর্মে। তাই তাদের কাউকে বাদ দিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।
এছাড়া শরিফুলকে রেখে বাকি দুজনার একজনের বদলে মোস্তাফিজকে নেয়ার অর্থ আরও একজন বাঁহাতি বোলার হয়ে যাওয়া। এমনিতেই দুই স্পেশালিস্ট স্পিনারই বাঁহাতি (সাকিব ও নাসুম)। তার ওপর আবার শরিফুলের সঙ্গে মোস্তাফিজকে নিলে ৪ বোলারই হয়ে যাবেন বাঁহাতি। এই বিবেচনায় মোস্তাফিজের হয়তো শেষ ম্যাচে জায়গা হচ্ছে না।
বিএসডি/আইপি