বর্তমান সময়:
অ্যাস্পায়ার টেকের আয়োজনে বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজন করা হয় টানা ২৮ ঘণ্টার সাইবার সিকিউরিটি সামিট। ২২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া আন্তর্জাতিক এই সামিটে ১৯টি দেশে থেকে ৪০ জনের বেশি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৩ অক্টোবর (শনিবার) রাত ১০টায় এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাইবার সিকিউরিটি সামিট সম্পর্কে আয়োজক অ্যাস্পায়ার টেকের চেয়ারম্যান এডাম তানজিল জানান, বিশ্বব্যাপী এখন সবচেয়ে বড় সমস্যা হলো সাইবার সিকিউরিটি। বিশ্বের বড় বড় দেশে এ সমস্যা সামলাতে হিমশিম খাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও রাশিয়াকে তার দেশে সাইবার হামলা না করার অনুরোধ করেছে। বাংলাদেশে সাইবার ক্রাইম একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এখন সন্ত্রাসবাদে মানুষ ভয় পায় না। এখন বেশি ভাগ দেশ ও মানুষ ভয় পায় সাইবার ক্রাইম নিয়ে। তাই সবাইকে সাইবার সিকিউরিটি বিষয় আরো বেশি সচেতন হতে হবে। আগামী দিনে পৃথিবীতে যদি কোনো যুদ্ধ হয় সেটা হবে সাইবার যুদ্ধ। তখন কোনো পারমানবিক অস্ত্র নিয়ে যুদ্ধ হবে না। যুদ্ধ হবে প্রযুক্তির মাধ্যমে। এ সামিটের মাধ্যমে সরকার বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বিমাসহ সবাই সাইবার সিকিউরিটি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারল। এ সামিটের থেকে সাইবার সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হলো বাংলাদেশের হাজার হাজার আইটি এক্সপার্টদের। এবং এই সাইবার সিকিউরিটি সামিট থেকে যা শিখলেন তা দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দিতে পারবেন বলে আশা করেন চেয়ারম্যান এডাম তানজিল।
টানা ২৮ ঘণ্টার এ আয়োজনে ২০টির বেশি দেশের তিন হাজারের বেশি অংশগ্রহণকারী অনলাইনে যুক্ত হয়। বৈশ্বিক সাইবার হুমকির সুরক্ষা, শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানতে বাংলাদেশে সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এ সামিটে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সাইবার এক্সপার্ট উপস্থিত ছিলেন ডা বিকর্ণ কুমার ঘোষ, ড. সেলিয়া শাহঞ্জ, ড. জাহাঙ্গীর দেওয়ান, ড. ফয়সাল কাদের, মোহাম্মদ জামান।
প্রসঙ্গত, ২২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টার সময় সাইবার সিকিউরিটি সামিট ২০২১ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।
বিএসডি /আইপি